বালি পৌরসভা আর হাওড়া পৌরনিগমের অংশ নয়। জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে শুক্রবার হাওড়া পৌরনিগম থেকে বালিকে আলাদা করার প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়।
এদিন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব এনে জানান, দীর্ঘদিন ধরেই ওখানকার মানুষ তাঁদের কাছে আবেদন করছিলেন। বিভিন্ন কাজে অসুবিধে হচ্ছিল। বালির ভৌগোলিক কারণও এর অন্যতম কারণ। সামান্য কাজের জন্যও বালির মানুষকে হাওড়ায় ছুটতে হয়। বালি পৌরসভা হিসেবে আলাদা হলে সাধারণ মানুষের অনেক সুরাহা হবে। তাই এই সিদ্ধান্ত নিতে হল। এই প্রস্তাবের পক্ষে বলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও বালির বিধায়ক ডা. রাণা চট্টোপাধ্যায়। তারপরই বিরোধীশূন্য বিধানসভায় প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়।
তবে প্রস্তাব পাশ করেই বিষয়টি থেমে থাকছে না। বিষয়টিতে আইনি বৈধতা পেতে আগামী ১৭ নভেম্বর বিধানসভার অধিবেশনে ‘দ্য হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) বিল ২০২১’ আনা হবে। ওইদিন বিলটি আলোচনার পর পাশ হবে। বালির বিধায়ক রাণা চট্টোপাধ্যায় বলেন, ‘স্থানীয় মানুষের দাবি ছিল, পৌরসভার কাজ স্থানীয় ভাবেই হোক। হাওড়া পৌরসভা অনেক দূর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল কিন্তু নতুন করে সরকার বালি নিয়ে সিদ্ধান্ত নেওয়ায় আমরা বালির বাসিন্দা হিসেবে খুশি।
এখন হাওড়া পৌরনিগমে মোট ৬৬টি ওয়ার্ড রয়েছে। আলাদা হওয়ার পর বালি পৌরসভায় থাকবে ১৬টি ওয়ার্ড। আর হাওড়া পৌরনিগমের সঙ্গে থাকছে ৫০টি ওয়ার্ড। সরকারের মতে, এতে দু’জায়গাতেই পরিষেবার ক্ষেত্রে সুবিধে হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরে জানিয়েছেন, বালি ১৩৮ বছরের পুরনো একটি পৌরসভা। এর চরিত্রগত বৈশিষ্ট্যও আলাদা। সরকার দেখেছে পরিষেবা দিতে গিয়ে অনেক রকম অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে । তাই এই সিদ্ধান্ত নেওয়া।
প্রসঙ্গত, ২০১৫ সালে বালি পৌরসভাকে হাওড়া পৌরসভার সঙ্গে যুক্ত করা হয়। তৈরি হয় হাওড়া পৌরসভার নতুন ১৬টি ওয়ার্ড। ওই বছরের অক্টোবর মাসে ১৬টি আসনে উপনির্বাচন হয়। সবক’টি আসনেই জয় পায় শাসকদল তৃণমূল কিন্তু চলতি বছর ভোটের আগে ২১ জানুয়ারি বালি পৌরসভাকে আলাদা করার প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হয়ে যায়। আর শুক্রবার সেই বিষয়ে প্রস্তাব আনা হয় বিধানসভার অধিবেশনে। যা ধ্বনি ভোটে পাশ হয়ে গেল।
আরও পড়ুন : Cabinet Reshuffle : মন্ত্রিসভার রদবদলে 3 মন্ত্রীকে বাড়তি দায়িত্ব, অর্থের উপদেষ্টা অমিত
এবার আইনমাফিক হাওড়া পৌরসভাকে তার পুরনো রূপে ফিরিয়ে আনা হবে । আগের মতোই 50টি ওয়ার্ড হবে হাওড়ায় । সেই কারণে সংশোধনী বিল আনা হবে । সঙ্গে নতুন করে গঠিত হবে বালি পৌরসভা । 1862 সালে তৈরি হয় হাওড়া পৌরসভা । সেই সময় বালি ছিল হাওড়া পৌরসভার অংশ । কিন্তু 1883 সালে বালিকে হাওড়া থেকে আলাদা করে নতুন পৌরসভা গঠন করা হয়েছিল । 2015 সালের 10 জুলাই পুনরায় বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল । ফের হাওড়া থেকে আলাদা হল বালি ।
Be the first to comment