
রোজদিন ডেস্ক, কলকাতা:- অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে চলন্ত অবস্থাতেই আলাদা হয়ে গেল চলন্ত ট্রেনের দু’টি বগি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনমা এক্সপ্রেস। অনুমান ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল। তবে অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে যাত্রীদের।
আজ মঙ্গলবার সকালে এই বিপজ্জনক দুর্ঘটনাটি ঘটে। হায়দরাবাদ থেকে হাওড়া আসছিল ফলকনমা এক্সপ্রেস। শ্রীকাকুলামের পালাসার গ্রামের কাছে আসতেই ট্র্যাকের মাঝে দুই এসি কামরা আলাদা হয়ে যায়। প্রাথমিকভাবে খবর, কামড়া দুটির মাঝে কাপলিং ভেঙে গিয়েই এই বিপত্তি ঘটে। তার জেরে ট্রেনটি দু’ভাগ হয়ে যায়। কিছু কামরা ইঞ্জিনের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। আর শেষের দিকে কামরাগুলোও আলাদা হয়ে লাইনের পিছনের দিকে সরে যায়। বড়সড় কিছু একটা ঘটেছে বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেনের ভিতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিয়ার ও অন্যান্য আধিকারিকরা।এই ঘটনার জেরে ওই লাইনে প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ব্রহ্মপুর-বিশাখাপত্তনম লাইনেও বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।এই ঘটনা কি করে ঘটলো তা খতিয়ে দেখছে রেল বিভাগ।
Be the first to comment