অংশুমান চক্রবর্তী
দশমবর্ষ কর্ণিয়া দিবস উদযাপন উপলক্ষে ৭ ডিসেম্বর হাওড়ার ইছাপুর শিবাজী সংঘ ভবনে আয়োজিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। স্বদেশ আই ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসীম কুমার ঘোষ, ডাঃ কল্যাণ পাত্র, ডাঃ সুজয় চক্রবর্তী, কামাক্ষা মজুমদার, পল্টু ভট্টাচার্য প্রমুখ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। তাঁরা প্রত্যেকেই মরণোত্তর চক্ষুদান কর্মসূচিতে অংশ নেবার জন্য সকলকে আহ্বান জানান।
মরণোত্তর চক্ষু সংগ্রহকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কাজে নিজেদের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। অনুষ্ঠানে ডাঃ এডওয়ার্ড কর্নাড জিরম স্মারক বক্তৃতা উপস্থাপন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব উৎপল ফৌজদার। প্রকাশিত হয় পত্রিকা ‘নয়নে নয়ন’। সঞ্চালনা করেন সুজিত সোম।
কোভিড পরিস্থিতিতে সরকারের নির্দেশ মেনেই আয়োজিত হয় অনুষ্ঠানটি। বজায় ছিল দূরত্ববিধি। পাশাপাশি প্রত্যেকের মুখে ছিল মাস্ক, ব্যবহৃত হয় স্যানিটাইজার।
Be the first to comment