বৃহস্পতিবারই হাওড়ার অপরিচ্ছন্নতা নিয়ে বোলপুরে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৪ঘণ্টা যেতে না যেতেই শহরটিকে পরিচ্ছন্ন করতে মাঠে নামলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবারই জানালেন, জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। উঠবে পুর এলাকার সমস্ত খোলা ভ্যাট। জঞ্জাল সাফাই নিয়ে আজই হাওড়া পুরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন ফিরহাদ। সেখানেই সিদ্ধান্ত নিলেন মেয়র।
হাওড়াকে পরিচ্ছন্ন রাখতে আপাতত ফিরহাদের দাওয়াই-
হাওড়া পুর এলাকায় বসবে একুশটি স্টেশনারি কম্প্যাটর মেশিন, এর মধ্যে চোদ্দটি মেশিন বসানো হবে আগামী দেড় মাসের মধ্যে।
যে সমস্ত এলাকায় ১৫ দিন অন্তর জঞ্জাল সাফ হত, সেখানে রোজ সাফাই হবে।
বেজপুকুর এলাকায় চালু হবে একটি আন্ডারগ্রাউন্ড রিসার্ভার।
হাওড়া নিয়ে মমতার রাগ যে সঙ্গত তা মেনে নিয়েছেন মন্ত্রী। খতিয়ে দেখেছেন, প্রায় তিন সপ্তাহ ধরে হাওড়ায় কোনওরকম জঞ্জাল সাফাই হয়নি। বেলগাছিয়া, বামুনগাছি, সালকিয়া, নন্দীবাগান এলাকাতে কর্পোরেশনের ভ্যাটগুলিতে আবর্জনার পাহাড় তৈরি হচ্ছে। বারবার স্থানীয়রা অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আবর্জনার স্তূপ পরিণত হওয়া হাওড়াকে জঞ্জাল মুক্ত করতে প্রাথমিক কিছু পদক্ষেপ নিয়েছেন ফিরহাদ হাকিম। যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment