ধনখড় যেতেই হাওড়া পুর নিগমের ভোট নিয়ে তৎপর নবান্ন

Spread the love

জগদীপ ধনখড় রাজভবন ছাড়ার পর তৃণমূল সরকার হাওড়া পুর নিগমের ভোট করার ব্যাপারে নতুন করে উদ্যোগী হল। সেখানে ৫০ টির জায়গায় ৬৬ টি ওয়ার্ড করতে চায় রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, এর জন্য আইন পরিবর্তন করতে হবে না। হাওড়ার ভোট নিয়ে ইতিমধ্যে নতুন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে কথা বলতে শুরু করেছে রাজ্য সরকার।

২০১১ সালে রাজ্যে পালা বদলের পরেই তৃণমূল সরকার বালি পুরসভাকে হাওড়া পুর নিগমের মধ্যে নিয়ে আসে। ফলে সুপ্রাচীন বালি পুরসভা তার ঐতিহ্য হারায়। তা নিয়ে তৃণমূলের অন্দরেও ক্ষোভ ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর হাওড়া পুর নিগমের ভোটে জেতে শাসকদল। মেয়র করা হয় বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তার রথীন চক্রবর্তীকে। পরবর্তীকালে তাঁর সঙ্গে নবান্নের দূরত্ব বাড়তে থাকে। রথীনবাবু এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন।

প্রায় আড়াই বছর হতে চলল, হাওড়া পুর নিগমের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। গত বছর কলকাতা সহ বিভিন্ন পুরসভার ভোট হয়ে গেলেও আইনি জটিলতায় হাওড়া পুর নিগমের ভোট করা যায়নি। এরই মধ্যে রাজ্য সরকার ফের বালি পুরসভাকে পৃথক করার সিদ্ধান্ত নেয়। সেই সংক্রান্ত বিলই দীর্ঘদিন রাজ্যপাল ধনখড়ের কাছে আটকে ছিল বলে শাসকদলের অভিযোগ। যদিও বরাবর ধনখড় দাবি করে এসেছেন, তাঁর কাছে কোনও বিল পড়ে নেই। অবশেষে রাজ্যপালকে রাজভবন থেকে সরিয়ে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে বিজেপি। সোমবারই মণিপুরের রাজ্যপাল লা গণেশন ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে শপথ নেন। তার পরেই রাজ্য সরকার হাওড়া নিগমের ভোট নিয়ে উদ্যোগ নিতে শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*