সোমবার হাওড়া ও শিয়ালদা থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন

Spread the love

সোমবার হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন৷ পূর্বের সময়সূচি মেনেই ৮টি জায়গায় উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন৷ তবে এই সব ট্রেনে চড়তে গেলে যাত্রীদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম৷ তার নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

রেল সূত্রে খবর, সোমবার পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে যোধপুর, দিল্লি, যশবন্তপুর, উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে বিশেষ ট্রেন৷

বিশেষ ট্রেনগুলি হল – ০২৩৭৭ আপ/ ০২৩৭৮ ডাউন শিয়ালদা নিউআলিপুরদুয়ার শিয়ালদা স্পেশ্যাল এক্সপ্রেস, ০২৩৫৭ আপ/ ০২৩৫৮ ডাউন কলকাতা অমৃতসর কলকাতা দ্বিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস, ০২৩০৭ আপ/ ০২৩০৮ ডাউন হাওড়া যোধপুর হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস, ০২৩৮১ আপ/ ০২৩৮২ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ভায়া গয়া, ০২৩০৩ আপ/ ০২৩০৪ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস ভায়া পাটনা (সপ্তাহে চারদিন), ০২২০১ আপ/ ০২২০২ ডাউন শিয়ালদা ভুবেনেশ্বর শিয়ালদা ত্রিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস, ০২০২৩ আপ/ ০২০২৪ ডাউন হাওড়া পাটনা হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস (রবি বাদে) এবং ০২২১৩ আপ/ ০২২১৪ ডাউন শালিমার পাটনা শালিমার ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস।

পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢোকতে দেওয়া হবে না৷ সকল যাত্রীকে স্যানিটাইজড করার পাশাপাশি থার্মাল স্ক্রিনিংও করা হবে৷ প্রত্যেক যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

তবে সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম জারি করেছে পূর্ব রেল৷ তা হল ট্রেনে আগের মতোই খাবারের ব্যবস্থা থাকবে৷ ট্রেনের প্যান্ট্রিকার থেকে পাওয়া যাবে মিল৷ তবে মিলের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্যাকেট করা স্ন্যাক্স আইটেমের পাশাপাশি প্যাকেট করা বিরিয়ানি, পোহা, খিঁচুড়ি থাকবে।

সব প্যাকেটই থাকবে ‘রেডি টু ইট’৷ ট্রেনে সব খাবারের প্যাকেট অবশ্যই আগে গরম জলে ডুবিয়ে নিতে হবে।বাচ্চাদের জন্য থাকছে দুধের ব্যবস্থাও।বিশেষ ট্রেনগুলি যেসব প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেখানে স্টল খোলা থাকবে। স্টলেও প্যাকেট করা খাবার ও জল পাওয়া যাবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*