সরকারি কর্মচারীদের জন্য ফের একবার সুখবর! বর্ধিত DA এর পর এবার বাড়ছে হোম রেন্ট অ্যালাওয়েন্স বা HRA। ফলত ফের একবার মাইনে বাড়ার সুযোগ সরকারি কর্মচারীদের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Dearness Allowance বা DA ১৭% থেকে বেড়ে ২৮%-তে দাঁড়িয়েছে। বর্ধিত DA অনুযায়ী বর্ধিত মাইনে ঢুকবে সেপ্টেম্বর থেকে। পূর্ববর্তী তিনটে কিস্তি ক্লিয়ার করে জুলাই মাসের ১ তারিখেই DA বৃদ্ধি হয়েছে সরকারি কর্মচারীদের৷ তবে বর্ধিত মাইনে কবে ঢুকবে সেই নিয়ে কিছু জল্পনা ছিল৷ অবশেষে জল্পনা পেরিয়ে জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকেই পাওয়া যাবে বর্ধিত DA অনুসারে মাইনে পাওয়া যাবে।
DA বৃদ্ধির সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়েছিল সরকারি কর্মচারীদের প্রাথমিক পারিশ্রমিক বা Basic Salary-তে কোনওরকম বদল আসবে কিনা। অনেকে ভেবেছিলেন DA এর পাশাপাশি হয়ত বৃদ্ধি পাবে কর্মচারীদের ন্যূনতম পারিশ্রমিকও। তবে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে সরকার নিজেই। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এখনই ন্যূনতম পারিশ্রমিকে কোনওরকম বদল আসছে না।
সম্প্রতি এই বিষয়টি নিয়ে সংসদে বেশকিছু প্রশ্নোত্তরের মুখোমুখি হতে হয়, কেন্দ্রীয় সরকারকে। সেই প্রশ্নোত্তরের সময়ই সরকারের তরফ থেকে জানানো হয়, কোনওরকম প্রাথমিক পারিশ্রমিক এখনই বৃদ্ধি করা হবে না। উল্লেখ্য, সপ্তম পে কমিশন অনুযায়ী DA বাড়ানোর ঘোষণা করা হয়েছিল আগেই। DA বৃদ্ধির কিছু পরেই দাবি ওঠে, তবে কি বাড়ছে প্রাথমিক পারিশ্রমিকও। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে সেই প্রশ্নের উত্তরেই পঙ্কজ চৌধুরী এদিন জানান, এখনই প্রাথমিক মাইনে বাড়ানোর ইচ্ছে নেই সরকারের।
উল্লেখ্য, প্রাথমিক পারিশ্রমিক না বাড়লেও সরকারি কর্মচারীদের জন্য থাকছে সুখবর। যেহেতু DA বাড়ছে তাই তার সঙ্গে সামঞ্জস্য রেখেই House Rent Allowance বা HRA বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাই ন্যূনতম পারিশ্রমিক না বাড়লেও মোট মাইনের পরিমাণে বদল আসছেই। DA ও HRA এর বর্ধিত অংশটুকু নিয়ে তাই ঊর্ধ্বমুখী হচ্ছেই মাইনে, এমনটা জানানো হয়েছে সরকারের তরফে।
Be the first to comment