মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ২৪৩ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৬৩ হাজার বেশি। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। তা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক হয়। তাই পরীক্ষা শেষের আগে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এদিন সংসদ সভাপতি মহুয়া দাস আরও বলেন, কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অপরাধের গুরুত্ব বুঝে রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। পাশাপাশি ইনভিজিলেটররাও পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না।
এছাড়া, পরীক্ষা শুরুর পর প্রথম এক ঘণ্টা পড়ুয়ারা টয়লেটে যেতে পারবে না। উচ্চমাধ্যমিকে প্রায় ২৫০টি সংবেদনশীল ও ২৫০টি তুলনামূলকভাবে কম সংবেদনশীল পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
Be the first to comment