“বাংলায় উপ-মুখ্যমন্ত্রী হোক অভিষেক, সামলাক স্বরাষ্ট্র দফতর” দাবি হুমায়ুন কবিরের

Spread the love

রোজদিন ডেস্ক :-  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অলিখিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার মনে করেন তৃণমূলের অনেকেই। কিছুদিন আগেই তৃনমূলের সেনাপতির জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ ঘোষণা করেন অভিষেককে কার্যত পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী। কুণালের বক্তব্য, “সময়ের নিয়মে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।” এবার সোমবার আরও একধাপ এগিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, “এত বড়ো রাজ্যে একা মুখ্যমন্ত্রীকে পুরোটা সামলানোর ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে, তাই উপ-মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই হওয়া উচিত।” তিনি এদিন এও বলেন, “স্বরাষ্ট্র দফতর তার হাতে দেওয়া হোক, রাজ্যের আইন শৃঙ্খলা সামলাক তিনি।” কবিরের কথায়, “এমন অনেক ছোটো রাজ্য আছে যেখানে উপ-মুখ্যমন্ত্রী আছে তাহলে আমাদের এতো বড়ো রাজ্যে থাকবে না কেন?”

প্রসঙ্গত, এবার ডেপুটি সিএম হিসাবে অভিষেকের নামটি ভাসিয়ে দিতে শুরু করেছেন দলেরই কেউ কেউ। কেউ নাম করে বলছেন। আবার দেবাংশু ভট্টাচার্য কার্যত নাম না করে সেই প্রসঙ্গেই সওয়াল করলেন বলে মনে করা হচ্ছে।
তিনি এক্স হ্যান্ডেলে একেবারে বিরাট কোহলি আর ধোনির কথা কথা উল্লেখ করেছেন। সেখানে বাংলার রাজনীতির কোনও প্রসঙ্গ তোলেননি তিনি। তবে অনেকেই এখানে একে- একে দুই করতে শুরু করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*