কোটা থেকে ফিরেই কোভিড আক্রান্ত হাওড়ার এক ছাত্রী

Spread the love

রাজস্থানের কোটা থেকে ফিরেই কোভিড আক্রান্ত হল এক ছাত্রী। প্রাক্তন সেনাকর্মীর মেয়ে ওই ছাত্রী হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীকে গোলাবাড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রস্তুতি নিতে গিয়ে লকডাউনে কোটায় পশ্চিমবঙ্গের প্রায় আড়াই হাজার পডুয়া আটকে ছিল।

গত ১ মে বিশেষ বাসে কোটা থেকে ওই পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হল। ওই ছাত্রীর বাবা জানান, ফিরে আসার পরে নিয়মমাফিক গৃহ-পর্যবেক্ষণে ছিলেন তাঁর মেয়ে।

ওই ব্যক্তি বলেন, ‘‘আমি প্রাক্তন সেনাকর্মী। তাই করোনার বিষয়ে যথেষ্ট সচেতন। মেয়ে ফিরে আসার আগেই আমি বাড়ির দোতলায় সম্পূর্ণ আলাদা ভাবে ওর থাকার ব্যবস্থা করি। বাইরে থেকে ঘরের দরজাও বন্ধ করে দিই। করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরে জেলা স্বাস্থ্য দফতরের গাড়ি এসে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়।’’ জেলা স্বাস্থ্য দফতরের এক পদস্থ কর্তা বলেন, ‘‘মনে হচ্ছে কোটা থেকেই ওই ছাত্রী সংক্রমিত হয়েছেন। তিনি কোন বাসে ফিরেছিলেন এবং তাঁর সঙ্গে কারা ছিলেন, সেই খোঁজ নেওয়া হচ্ছে।’’

উল্লেখ্য, করোনা সংক্রমণের নিরিখে এরাজ্যে শীর্ষে রয়েছে হাওড়া। সাঁকরাইল এলাকাটি ‘করোনা হটস্পট’ হিসেবেই চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবারও স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের নিরিখে কলকাতার তুলনায় এগিয়ে রয়েছে হাওড়া। কলকাতায় নতুন করে যেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন সেখানে হাওড়ায় ৩৫ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*