দিঘাগামী এসি এক্সপ্রেসে বিপত্তি, বরাতজোরে বেঁচে গেলেন ট্রেনের গার্ড; পড়ুন!

Spread the love

বরাতজোরে বেঁচে গেলেন ট্রেনের গার্ড। শুক্রবার হাওড়া ছেড়ে যাওয়ার সময় দিঘাগামী এসি এক্সপ্রেসের এয়ারপ্রেশার পাইপটি খুলে যায়। মেরামত করতে ট্রেনটির গার্ড ট্রেনের তলায় ঢোকেন। অনেক চেষ্টার পর এয়ারপ্রেশার পাইপের খোলা অংশটি জোড়া লাগান। মেরামত শেষ হওয়া মাত্র হঠাতই চালক ট্রেনটি চালিয়ে দেন। আতঙ্কে গার্ড ওই পাইপটি ধরেই ঝুলে পড়েন। সেই অবস্থায় ১০০ মিটার ট্রেনটি চলে যায়।

প্রত্যক্ষদর্শী আরপিএফ কর্মীদের চিৎকারে ট্রেনটি চালক থামান। কোনওক্রমে প্রাণে রক্ষা পান গার্ড। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, “চালক তাঁর কামরায় এয়ারপ্রেশার এসে গিয়েছে ভেবেই ট্রেনটি চালিয়ে দেন। যদিও ট্রেনটির গার্ড যে ট্রেনের তলা থেকে তখনও মেরামত করে বেরোননি, সেই বিষয়টি চালকের জানা উচিত ছিল।’’ ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*