মৈনাক সাউ,
টেবিলের সবচেয়ে উপরে থাকা চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে দিলো হায়দ্রাবাদ। সুরেশ রায়নার নেতৃত্বে দ্বিতীয় হার হল চেন্নাইয়ের। এই প্রথম ধোনিকে ছাড়াই নেমেছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই এর অধিনায়ক সুরেশ রায়না টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন ফাফ দু প্লেসি ও শেন ওয়াটসন। পাঁচ ওভার শেষে চেন্নাই করে ২৭-০। ২৯ বলে ৩১ রান করে আউট শেন ওয়াটসন। এর পরই আউট হয়ে যায় ফাফ দু প্লেসি। রশিদ খানের বলে এলবিডব্লু আউট সুরেশ রায়না ও কেদার যাদবও। ১৫ ওভারে চেন্নাই করে ১০২-৫। ২১ বলে ২৫ রান করে অপরাজিত অম্বাতি রায়ডু। ২০ বলে ১০ রান করে অপরাজিত রবীন্দ্র জাডেজা। ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তোলে ৫ উইকেটে ১৩২ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২৫ বলে ৫০ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। উইলিয়ামসন পাঁচ বলে তিন রান করে আউট হন। সাত ওভারে হায়দ্রাবাদের রান দাঁড়ায় ৭১-২। এদিন ছক্কা মেরে হায়দ্রাবাদকে জয় এনে দিলেন জনি বেয়ারস্টো। ৬ উইকেটে হারলো চেন্নাই।
Be the first to comment