প্রৌঢ়ার মৃত্যু হায়দরাবাদে, একই পরিবারে সংক্রমণের শিকার ১৭

Spread the love

১১ এপ্রিল হায়দরাবাদে মৃত্যু হয় ৬৫ বছরের এক বৃদ্ধার। মৃত্যুর পর জানা গিয়েছে তিনি কোভিড পজিটিভ ছিলেন। এভাবেই অজান্তে তাঁর পরিবারের আরও ১৭ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত তেলেঙ্গানায় একই পরিবারের এত জনের সংক্রমিত হওয়ার খবর এই প্রথম। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট কীভাবে বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ।

তবে এক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয় হল ওই প্রৌঢ়ার শরীরে কীভাবে করোনা সংক্রমণ এল তা বুঝে উঠতে পারছেন না চিকিত্‌সকরা। মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর শুরু করেছে স্বাস্থ্য দফতর।

প্রশাসনের তরফে পুরনো শহরের তালাব কাট্টা অঞ্চলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ, তাঁর নমুনা পরীক্ষার ফল আসার আগে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তাঁর সংস্পর্শে আসা ১৭ জনকে ভর্তি করা হয়েছে গান্ধী হাসপাতালে। বাকি ২৪ জনকে রাখা হয়েছে নিজামিয়া উনানি হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে।

মৃতার করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসতেই এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় ব্যারিকেড বসিয়েছেন যাতে বাইরের কেউ এলাকায় প্রবেশ করতে না পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*