‘মহাকাশ বিজ্ঞান নিয়ে আমিও পড়াশোনা করছি’, সুনীতাকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ পৃথিবীর স্পর্শ করলেন সুনীতা ইউলিয়ামসরা। এর কিছুক্ষণ পরই সুনীতাকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নভশ্চরের আগমনকে স্বাগত জানিয়ে এদিন বিধানসভায় অভিনন্দন বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,’সুনীতা উইলিয়ামসের ‘ভারতরত্ন’ পাওয়া উচিত। এতদিন যেভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতাম।’ সঙ্গে তিনি এও বলেন, ‘বর্তমানে মহাকাশ বিজ্ঞান বা স্পেস সায়েন্স নিয়ে আমিও পড়াশোনা করছি।’

বিধানসভায় ভাষণ দিতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই কঠিন সময়ে তাঁরা শারীরিক ও মানসিকভাবে অনেক দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছেন। বিশেষ করে, রেসকিউ টিমের অসাধারণ কাজের জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই।”
মুখ্যমন্ত্রী এদিন কল্পনা চাওলার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, “কল্পনা চাওলাও গিয়েছিলেন মহাকশে। কিন্তু ফিরতে পারেননি। তাঁর মহাকাশযানে কিছু সমস্যা ছিল বলে শুনেছিলাম। সুনীতাদের ক্ষেত্রেও প্রথমদিকে সমস্যা হয়েছিল। সেই জন্যই এতগুলো মাস সুনীতা উইলিয়ামসদের আটকে থাকতে হল মহাকাশে।’ এরপরই মুখ্যমন্ত্রী জানান স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমি জানি, প্লেন খারাপ হলে ফিরে আসার সময় মহাকাশযানেরও ত্রুটি হতে পারে। কল্পনা চাওলাদের ক্ষেত্রে সেটাই হয়েছিল, যার ফলে দুর্ঘটনা ঘটে। তিনি আটকে ছিলেন। আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি।”
এদিন তিনি আরও বলেন, “সুনীতারা যাতে নিরাপদে ফিরে আসতে পারেন, তার জন্য বিশেষ উদ্ধারকারী দল কাজ করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা যেন আরও ভালোভাবে কাজ করতে পারেন, তার জন্য তাদের প্রতি মহা সম্মান জানাই।”
সুনিতা উইলিয়ামসকে ‘ভারতের মেয়ে’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে তাঁকে ভারতরত্ন দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। মমতার কথায়, “সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্র সরকারের কাছে। তাঁদের প্রতিটি দিন চরম মানসিক চাপে কেটেছে। তাঁরা মনের মধ্যে যেন একেকটা দিন টর্নেডোর মধ্যে দিয়ে গিয়েছেন। আমি প্রতিদিন তাঁদের খবর নিতাম। দেখলাম, দুটো দেশ নাসাকে সাহায্য করল। শেষ পর্যন্ত তাঁরা ফ্লোরিডায় সফলভাবে অবতরণ করেছেন। আমি তাঁদের অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, ৮ দিনের জন্য মহাকশে গিয়ে দীর্ঘ ৯ মাস আটকে ছিলেন সুনীতা এবং উইলমোর। একটা সময় তাঁদের পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। এমনকি শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। ২৮৬ দিন পর অপেক্ষার অবসান হল। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) ফ্লরিডার সমুদ্রে স্পেস এক্স-এর মহাকাশযান সুনীতা এবং উইলমোরদের নিয়ে অবতরণ করে। তবে পৃথিবীতে ফিরলেও, এখনই বাড়িতে ফিরছেন না তাঁরা। মহাকাশে থাকার কারণে নানান শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছে। সবটা স্বাভাবিক হতে বেশ কয়েক সপ্তাহ তাঁদের থাকতে হবে কোয়ারেন্টিনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*