‘লন্ডন থেকে কলকাতা সরাসরি বিমান চাই’, বিলেতের মাটিতে দাঁড়িয়ে আর্জি মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালুর আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার লন্ডনের হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই।’
লন্ডন সফরের দ্বিতীয় দিনে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে গিয়ে সেখানে নারীর ক্ষমতায়ন থেকে শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি, সর্বক্ষেত্রে বাংলা কীভাবে এগিয়ে চলেছে, তার বিবরণ তুলে ধরার পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা বেশি দূরে না। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে বিলেত সফরের সূচিতে বদল ঘটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “হিথরোর ঘটনাটার জন্য সব হচপচ হয়ে গেল। ৩০ জন মিলে আসার কথা। ৮ ঘণ্টায় যেখানে চলে আসা যেত, ১৮ ঘণ্টা লাগল। তার আগের ২৪ ঘণ্টা আবার চিন্তায় কাটল যে টিকিট বাতিল হচ্ছে, নাকি হচ্ছে না।” উল্লেখ্য, শনিবার সন্ধেয় কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন পৌঁছেছিলেন মমতা। ভারতীয় হাই কমিশনে তিনি বোঝাতে চাইলেন, কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াত আরও মসৃণ এবং আরামদায়ক হবে।
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোর সময় লন্ডনে অনুষ্ঠানের আয়োজন করে। আপনারা বাংলা থেকে সব পাবেন। এখানে ডোকরা শিল্প থেকে সব শিল্পের জন্য কঠোর পরিশ্রম করা হয়। এখানে দক্ষ কর্মী পাওয়া যায়। ইতিমধ্যে ৪৭ লক্ষ প্রশিক্ষণ নিচ্ছেন। ১০ লক্ষ ইতিমধ্যে কাজ করছেন। যদি কোনও ব্যবসায়ী দক্ষ কর্মী চান আমাদের কাছে সেই পর্যাপ্ত কর্মীর জোগান রয়েছে। একটা ওয়েবসাইটে ক্লিক করলেই তাঁরা পেয়ে যাবেন।
এআই প্রযুক্তি নিয়ে লন্ডনে ভারতীয় দূতাবাসে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা এখন এআই হাব, এখানে ডেটা রিসার্জ সেন্টার আছে। পাশাপাশি তিনি বাংলায় শিল্পের উন্নয়নের দিকটা তুলে ধরে বলেন, দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র আছে বাংলায়। ভারত সরকার জানিয়েছে, দেশের মধ্যে বাংলায় নারী অন্ত্রোপ্রনর (উদ্যোগপতি) সব থেকে বেশি। এখন বাংলা বিনোদন-শিক্ষা-প্রযুক্তি-সংস্কৃতি-মেডিক্যাল হাব।’ তিনি তাঁর ১৮ মিনিটের বক্তব্যে আরও বলেন, ‘সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে আমি জমি দিয়েছি। আন্তর্জাতিক স্তরে তাঁরা ছাত্র পাঠায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও অনেক বড় মাপের। ৫০০ পলিটেকনিক কলেজ আছে। বাংলা এখন শিক্ষার হাবও।’
মমতা জানান, ‘আমরা ইকোপার্কে গোটা বিশ্বের অষ্টম আশ্চর্য তৈরি করেছি। এই ইকোপার্কে আপনারা গোটা বিশ্ব দেখতে পাবেন। ওই ওয়াক্স মিউজিয়াম। নাম দেওয়া হয়েছে মাদার টেরিজার নামে। মাদার টেরিজাও কলকাতার জন্য কাজ করেছেন। আমি ভাগ্যবান মাদার টেরিজা যখন সমস্যায় পড়তেন তখন আমার সঙ্গে কথা বলতেন। আমি সাহায্য করেছি তাঁকে। সেই সময় যদিও আমাদের সরকার ক্ষমতায় ছিল না। ভার্টিকান সিটি সেই কারণে মাদারের অনুষ্ঠানে ইনভাইট করে।’
এদিন মমতার বক্তব্যে বাংলার মেধাবী পড়ুয়াদের কথাও উঠে আসে। তিনি বলেন, ‘আমাদের পড়ুয়ারা খুব মেধাবী। যাঁরাই আসে ভারত থেকে এখানে পড়তে প্রত্যেকেই মেধাবী। সিস্টার নিবেদিতা বাংলার জন্য কাজ করেছেন। নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়। তিনি দার্জিলিংয়ে মারা গিয়েছেন। যেই বাড়িতে তিনি মারা যান সেটা একটি এনজিও-র হাতে চলে যায়। সেই বাড়িটিতে আমি গিয়েছি। তারপর সেটি কিনেছি ভারত সরকারের কাছ থেকে।’
এদিন মুখ্যমন্ত্রী বেঙ্গল বিজনেস সামিট নিয়ে বলেন, ‘বিজিবিএস ভাল ফলাফল দিয়েছে। আপনারা জানলে খুশি হবেন, দেশের মধ্যে স্কিল ইন্ডাস্ট্রিতে বাংলাই প্রথমে।’ এরপরই তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন ‘আমি সকল সহযোগী দেশ বিশেষ করে ইউকে-কে শুভেচ্ছা জানাচ্ছি। আপানারা আমাদের অনেক সহযোগিতা করেছেন।’
বাংলা সর্বধর্ম সমন্বয়ের প্রতিষ্ঠান তা বিলেতের মাটিতে দাঁড়িয়ে আরও একবার মনে করি দিয়ে মমতা বলেন, ‘আমরা প্রতি ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি। আমি ইউরোপে দেখলাম এখানে খ্রিষ্টানরা তাঁদের ধর্ম পালন করছেন। এটা আমরা কলকাতাতেও করি। গুরুনানকের জন্মদিন থেকে জৈনের জন্মদিন সব পালন করি। স্বাধীনতার আগে হোক বা পরে আমরা সব ধর্মকে সমান চোখে দেখি। দেশ স্বাধীনের আগে কলকাতা ছিল রাজধানী। এখন কলকাতা হল বাণিজ্যের হাব, খেলার হাব, কালচারালার হাব। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটকে অনেক উচ্চ-স্থানে নিয়ে গিয়েছেন। আপনারা সব পাবেন বাংলা থেকে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*