‘বাংলার সাফল্যকে খাটো করতে দেব না’, লন্ডন ছাড়ার মুহুর্তে লিখলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখান কক্ষে উপস্থিত কয়েকজন। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। লন্ডনের আঁচে শুক্রবার দিনভর উত্তপ্ত বাংলা। এই ঘটনার সমালোচনাও হয় প্রবল। এদিনই তাঁর লন্ডনে শেষ দিন। লন্ডন থেকে দেশে ফেরার বিমানে ওঠার আগে এক্স হ্যান্ডেলে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি লেখেন, “বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি/নবজাগরণের সুরে বাজে আগমনী/উন্নয়নের আলো মেঘে ঢাকবে না/মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না”। এরপর মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে লেখেন, “শৈশবে বাবাকে হারানোর পর থেকে জীবনটা এক দীর্ঘ সংগ্রাম। ছাত্রনেতা হিসেবে, বিরোধী কণ্ঠস্বর হিসেবে, এবং আজ জন-প্রশাসনের এক প্রধান হিসেবে আমি কখনও লড়াই থেকে পিছিয়ে আসিনি। কাউকে বাংলার সাফল্যকে খাটো করতে দেব না। সে চেষ্টা বরদাস্ত করব না ৷ বাংলার অগ্রগতির পিছনে যে ত্যাগ রয়েছে, তা কেউ অস্বীকার করতে পারবে না ৷”
তৃণমূল সুপ্রিমো আরও লেখেন, “অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববন্দিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বাংলার উন্নয়নের মডেল তুলে ধরতে পারার মুহূর্ত আমার কাছে ব্যক্তিগত গর্বের। চিন্তাশীল মহল বাংলার মডেলকে স্বীকৃতি দিয়েছে। বাংলার উন্নয়নের কথা সবার সঙ্গে ভাগ করার সৌভাগ্য হয়েছে আমাদের। যা এই যাত্রাকে আরও গৌরবান্বিত করেছে। এই অভিজ্ঞতা আমার স্মৃতিতে আজীবন অটুট থাকবে।” ওয়াকিবহাল মহলের মতে, অক্সফোর্ডের কেলগ কলেজে যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বার্তা। বক্তৃতা মঞ্চে মমতা স্পষ্ট ভাষায় বলেছিলেন, “এটা রাজনীতির জায়গা নয়। দেশের অপমান করবেন না। বিশ্ববিদ্যালয়ের অপমান করবেন না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*