‘অফিস থেকে সোজা জেলে পাঠাবো’, কলকাতা পুরসভার অফিসারকে হুঁশিয়ারি প্রধান বিচারপতির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় এবার পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে অভিযুক্তের যোগ রয়েছে বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এমনকী অফিস থেকে সোজা জেলে পাঠাব বলেও হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ওয়াটগঞ্জে একটি বেআইনি নির্মাণ ভাঙার দাবিতে দায়ের হওয়া মামলায় এই মন্তব্য করেছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি। ১৬ মের মধ্যে নির্মাণের বেআইনি অংশ খালি করে তা ভাঙার নির্দেশও দিয়েছে আদালত।

এদিন মামলার শুনানিতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘আপনি অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়েছেন। হলফনামা দিয়ে আদালতকে ভুল বোঝানোর চেষ্টা করছেন? নিজেকে খুব স্মার্ট ভাবেন? কোথাও বেআইনি নির্মাণের অভিযোগ উঠলে সেখানে সশরীরে আপনার যাওয়ার কথা। যাননি কেন? বেনিয়মের অভিযোগ উঠলে কিছু পদক্ষেপ তো করুন। যাতে অন্যরা ভয় পায়।’ এর পরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এস এন ব্যানার্জি রোডের অফিস থেকে সোজা জেলে পাঠিয়ে দেব। আপনার অবসরের আর কিছুদিন মাত্র বাকি। তার আগেই চাকরি চলে যাবে তখন ভালো লাগবে?’
প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘১৬মে-র মধ্যে বেআইনি বাড়িটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তল ভেঙে ফেলতে হবে। কেউ যদি বাড়ি খালি করতে রাজি না হয় পুলিশ বাহিনী মোতায়েন করে বাড়ি খালি করাতে হবে পুলিশ কমিশনারকে। বাড়ির দুটো একটা ইঁট খুলে এনে বাড়ি ভেঙেছি বললে চলবে না। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করে আদালতে জমা দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*