২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়েছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ম আসর। এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিলো পাকিস্তান। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর। কিন্তু ওই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কার্যত বন্ধ হয়ে গেলো চ্যাম্পিয়ান্স ট্রফি। তার বদলে হবে টি-২০ বিশ্বকাপ। সমগ্র বিশ্বে টি-২০ র মাধ্যমে ক্রিকেটকে প্রসার করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।
এদিকে, আগে থেকেই নির্ধারণ করা আছে যে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সুতরাং, পরপর দুই বছর দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।
এখনো পর্যন্ত চ্যাম্পিয়ান্স ট্রফি মোট ৮বার হয়েছে। দক্ষিণ আফ্রিকা একবার, নিউজিল্যান্ড একবার, শ্রীলঙ্কা একবার, ভারত দুইবার, ওয়েস্ট ইন্ডিজ একবার, অস্ট্রেলিয়া দুইবার ও পাকিস্তান একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে।
Be the first to comment