পাঁচ বছরে ৪টি বিশ্বকাপ আইসিসির

Spread the love

আন্তর্জাতিক ক্রিকেটে পরপর চারিটি বিশ্বকাপ হবে তাও মাত্র ৫ বছরে। ক্রিকেট অনুরাগীদের কাছে এমন সুন্দর বিশ্বকাপের মেলা উপহার দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ২০১৯ ও ২০২০ সালের পর ২০২১ সাল- টানা তিন বছরে তিনটি বিশ্বকাপ। মাঝে এক বছর বিরতি দিয়ে ২০২৩ সালে আরও একটি। সব মিলিয়ে মাত্র পাঁচ বছরের মধ্যে চারটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। গতকাল আইসিসির সিদ্ধান্তের বলি হয়েছে পঞ্চাশ ওভার ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি। যা জগমোহন ডালমিয়ার সৃষ্ট মিনি বিশ্বকাপের সংস্করণ। কলকাতায় আইসিসির সভাতে সেই চ্যাম্পিয়ান্স ট্রফিকে বন্ধ করে তার জায়গায় টি২০ বিশ্বকাপ আয়োজনই আগামী বছরগুলোকে বিশ্বকাপময় করে তুলেছে। গত বছর ইংল্যান্ডে হয়ে যাওয়া আসরই সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আয়োজন। ২০১৯ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২০ সালে টি২০ বিশ্বকাপ আগে থেকেই নির্ধারিত ছিল। ২০২১ সালে ভারতে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই জায়গায় টি-২০ বিশ্বকাপ করা হবে।
বৃহস্পতিবারের আইসিসি মিটিং শেষে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। পরপর দুই বছর টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আইসিসির মত হচ্ছে, এই খেলার মাধ্যমেই ক্রিকেটের বিশ্বায়ন ঘটাতে হবে। যে কারণে আইসিসির ১০৪টি সদস্য দেশের টি-২০ ম্যাচকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*