টেস্ট সিরিজ শেষ হয়েছে। এরপর ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে। সিরিজের প্রথম ম্যাচ ধর্মশালায় হবে আগামী ১০ ডিসেম্বর। টেস্টে আইসিসি র্যাঙ্কিং-য়ে সবার শীর্ষে আছে ভারত। এবার একদিনের আন্তর্জাতিকেও র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুরর্ণ সুযোগ ভারতের সামনে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে ১ এ উঠে আসবে ভারত। ভারতের পরের দুইটি ম্যাচ হবে যথাক্রমে মোহালি এবং বিশাখাপত্তমে। টেস্ট সিরিজের পর অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম নিয়েছেন। তার জায়গায় দলের নেতৃত্বে আছেন রোহিত শর্মা। দলে সুযোগ পেয়েছেন সিদ্ধার্থ কোলে, শ্রেয়স আইয়ারের মত কিছু তরুন খেলোয়াড়রা। দেখা যাক ভারত শ্রীলঙ্কাকে সিরিজের হারিয়ে আইসিসি র্যাঙ্কিং-য়ে শীর্ষে উঠতে পারে কিনা।
Be the first to comment