আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ পাকিস্তানই শীর্ষে

Spread the love

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ান হয়েছে। তারা এই সিরিজের একটিও ম্যাচ হারেনি। সিরিজের প্রত্যেকটি ম্যাচ জিতে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করেছিল বলে আইসিসি যে তালিকা প্রকাশ করেছিল তাতে ত্রুটি আছে বলে জানিয়েছে আইসিসি। গত সপ্তাহে আইসিসি-র এক মুখপাত্র হিসেব-নিকেশ করে জানিয়েছিলেন যে, ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থাকলে অস্ট্রেলিয়া পাকিস্তানকে টপকে ১নং স্থানে উঠে আসবে। কিন্তু গত বুধবার আইসিসি-র পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, প্রাথমিক হিসেব নিকেশে করণিক-ত্রুটি ছিল। আসলে পয়েন্টে ভগ্নাংশে এগিয়ে থাকা পাকিস্তানই শীর্ষ স্থানে থাকবে। রেটিং পয়েন্টের সর্বশেষ হিসেব অনুযায়ী, ১২৫.৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১২৫.৮৪ পয়েন্ট পেয়ে প্রথম পাকিস্তান। আইসিসি-র প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। যার অর্থ টি-২০ চালু হওয়ার পর এখনও পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আসতে পারেনি অস্ট্রেলিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*