বৃষ্টির দৌলতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে

Spread the love

স্কটল্যান্ড ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে যাওয়ায় বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। তাদের বিশ্বকাপ টিকিটের মাঝে ব্যবধান ছিল যে মাত্র ৫ রানের! বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে বুধবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত স্কটল্যান্ডের। এ জন্য তাদের করতে হতো মাত্র ১৯৯ রান।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৯৮ রানে অল আউট হয়ে যায়। ক্রিস গেল ০ রান করেন। এভিন লিউস ৬৬ ও মার্ভন স্যামুয়েলস ৫১ রান করে। স্কটল্যান্ডের সাফিয়ান সরিফ ৩ উইকেট নেন এবং ম্যাচের সেরা হন। জবাবে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। এরপরই জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামে বৃষ্টি। যে বৃষ্টিতে আর একটি বলও খেলা হয়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন ৫ রানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। স্কটিশদের তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। জর্জ মানসে (৩২) ও মাইকেল লিস্ক (১৪) অপরাজিত ছিলেন। তারা এখন হয়তো ৫ রানের জন্য আক্ষেপ করছেন।
অথচ ওয়েস্ট ইন্ডিজ প্রায় হারতেই বসেছিল। আজ স্কটল্যান্ড জিতলে আর কাল জিম্বাবোয়ে দুর্বল আরব আমিরাশাহীকে হারালে ২০১৯ বিশ্বকাপের দর্শক হয়ে থাকতে হতো দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে। স্কটল্যান্ড আর জিম্বাবোয়ে পেত বিশ্বকাপের টিকিট। তবে বৃষ্টি সাহায্যের হাত বাড়াল ওয়েস্ট ইন্ডিজের দিকে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে এই হারে স্কটল্যান্ডের আশা শেষ হয়ে গেছে। জিম্বাবোয়ের সামনে সুযোগ আছেই। কাল আরব আমিরাশাহীকে হারালেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে জিম্বাবোয়ে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচ হয়ে যাবে তখন নিয়ম রক্ষার।
এখন ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান ৫। তবে জিম্বাবোয়ে নেট রানরেটে এগিয়ে দুইয়ে আছে। সমান ৪ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে আছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। সুপার সিক্সে আরব আমিরাশাহী এখনো একটি ম্যাচও জেতেনি। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপের টিকিট পাবে সুপার সিক্সের সেরা দুই দল। যার প্রথমটি নিশ্চিত করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*