ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের কয়েকটি ম্যাচের সময় নির্ধারণ করেছে আইসিসি। আইসিসিরি নির্ধারিত সময় অনুযায়ী, ৩০ মে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ জুন।
ইংল্যান্ড বিশ্বকাপের এখনো ৪০০ দিন বাকি। এই বিশ্বকাপে দল কমিয়ে ১০টি করা হয়েছে। প্রত্যেক দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। সে হিসেবে প্রতিদলকে গ্রুপ পর্বে নয়টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। মোট ১২ টি ভেন্যুতে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো হবে। এরমধ্যে প্রথম সেমিফাইনাল হবে ওল্ড ট্রাফোর্ডে ৯ জুলাই। দ্বিতীয় সেমিফাইনাল হবে ১১ জুলাই এজবাস্টনে। লর্ডসে ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ২০১৯ বিশ্বকাপের। এছাড়া বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত এবং পাকিস্তান ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে।
তবে পূর্ণ সূচী জানা যাবে আগামীকাল ২৬ এপ্রিল, ২০১৮। আইসিসি ঘোষণা করেছে মোট ১০টা দলের ৪৮টা ম্যাচের সময় এবং স্থান জানা যাবে আইসিসি র ওয়েবসাইট icc-cricket.com এবং বিভিন্ন সোস্যাল চ্যানেল গুলোতে। এছাড়াও টকিটের মূল্য কত এবং কখন, কেমনভাবে টিকিট কেনা যাবে তাও নিশ্চিত করে জানাবে আইসিসি।
Be the first to comment