বসন্তকালেও কানাডার বিভিন্ন শহরে চলছে শীতের দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষ করে টরন্টো এবং মন্ট্রিয়লে খারাপ আবহাওয়া গত ১৩ এপ্রিল থেকে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা বিপর্যয় করে দিচ্ছে। ফলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ সার্জেন্ট ক্যারি সুমট জানিয়েছেন, আইস রেইন, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার ফলে টরন্টোর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে আছড়ে পড়েছে রাস্তাঘাট, বাড়ি-গাড়ির উপর। গত দু’দিনে বৃহত্তর টরন্টোতে ১৪০০ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। বেশ কিছু নাগরিক ফ্রিজিং রেইনে পিছলে পড়ে আহত হয়েছে! আরো জানা যায়, টরন্টোর সাড়ে তের হাজার বাড়িতে এখন বিদ্যুৎ নেই, কোথাও কোথাও জল নেই। আর সাউদার্ন ওন্টারিওর ৩৫ হাজার নিচু এলাকার ঘরবাড়িতে বন্যার সম্ভাবনাও আছে বলে জানিয়েছে টরন্টোর আবহাওয়া বিভাগ। সেজন্য সবাইকে সতর্ক করে দিয়েছেন টরন্টোর মেয়র জন টরি।
Be the first to comment