CBSE-র পথেই ICSE, করোনা আবহে বাতিল দশম-দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা

Spread the love

CBSE-র পদাঙ্ক অনুসরণ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্স্যামিনেশন বা CISCE। তারা জানিয়েছে, এ বছরের মতো বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেনির ICSE ও ISC-র বকেয়া পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলি জুলাই মাসে হওয়ার কথা ছিল।

ICSE-র তরফে শীর্ষ আইনজীবী জয়দ্বীপ গুপ্তা সুপ্রিম কোর্টে জানান, তিনি CBSE-র সিদ্ধান্তকে সমর্থন করেন আর সে জন্যই ICSE-র পরীক্ষাও বাতিল করার পথেই হাঁটছে বোর্ড। এই মর্মে খুব শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানিয়েছেন।

CBSE পরীক্ষা সংক্রান্ত পিটিশনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। সেখানেই CBSE-র তরফে জানানো হয়,জুলাইয়ে হচ্ছে না তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বাতিল হচ্ছে দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষাও। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনার পর কেন্দ্র ও CBSE বোর্ডের তরফে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি খানউইলকরের বেঞ্চকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে CBSE বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি ১ জুলাই থেকে ১৫ জুলায়ের মধ্যে নেওয়া হবে। ওই বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল।

পরীক্ষার্থীদের অভিভাবকদের একাংশ শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল, দেশজুড়ে COVID-পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি বাতিল করা হোক। ভিডিয়ো কনফারেন্সের মারফত সেই মামলার শুনানি হয় এ দিন।

তবে আজ CBSE এই সিদ্ধান্ত জানানোর অব্যবহিত পরেই ICSE-ও জানিয়ে দেয়, তারাও সেই পথেই হাঁটবে। তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট ICSE বোর্ডকে জানিয়েছিল, তারা CBSE-র পথ অনুসরণ না-করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তা করেনি CISCE। তারা আগে জানিয়েছিল, ২ থেকে ১২ জুলাইয়ের মধ্যে বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে। তবে নয়া সিদ্ধান্তের পর সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*