প্রকাশিত হল আইএসসি পরীক্ষার ফল। সার্বিকভাবে পাসের হার ৯৯.৩৮। মোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ৯৪০। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ১৪২ (৫২.৭৬ শতাংশ), ছাত্রী ৪৫ হাজার ৭৯৮ (৪৭.২৪ শতাংশ) সিবিএসই-র মতো আইএসসিতেও পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯৯.২৬। মেয়েদের পাসের হার ৯৯.৫২। আইএসসি-র সর্বভারতীয় মেধা তালিকা প্রথম তিনটি স্থানে রয়েছেন ১৫৪ জন। তার মধ্যে বাংলার ৪১ জন রয়েছেন।
প্রথম স্থানে ১৮ জন রয়েছেন। প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তার মধ্যে বাংলার ৬ জন। ১) কলকাতার দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের মহম্মদ আর্শ মুস্তফা, ২) সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতীতি মজুমদার, ৩) কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের অপূর্বা কাশিশ, ৪) পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পৃথ্বীজা মণ্ডল, ৫) আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের নিখিল কুমার প্রসাদ, ৬) উত্তর ২৪ পরগনা দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের অভিষেক বিশ্বাস।
কী ভাবে রেজাল্ট দেখবেন?
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের নিজস্ব ওয়েবসাইট www.cisce.org ওয়েবসাইটে যেতে হবে। এর পর আইএসসি অপশনটি বেছে নিতে হবে। তার পর ইউডিআই, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। এর পরেই দেখা যাবে ফল। মার্কশিটের প্রিন্ট আউটও নেওয়া যাবে। এসএমএস করেও দেখা যাবে ফল। তার জন্য ইংরেজিতে আইএসসি লিখে পরীক্ষার্থীর ইউনিক আইডি দিয়ে পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।
Be the first to comment