উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো অজ্ঞাতপরিচয় এক যুবকের বিরুদ্ধে ৷ উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিধায়কের বক্তব্য, ওই যুবক নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছে। যদিও তাঁর এই দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল ৷
অভিযোগ, শুক্রবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ইদ্রিশ আলিকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় যুবক ৷ ফোনটি ধরেন তাঁর আপ্তসহায়ক আবদুর রব ৷ ওই যুবক নাকি বলে, ইদ্রিশকে দে ৷ তখন আবদুর রব জানতে চান, তিনি কে বলছেন? তার উত্তরে ওই যুবক বলে, আমি কে বলার দরকার নেই ৷ তাঁকে তখন জানানো হয় যে ইদ্রিশ আলি ব্যস্ত আছেন। কথা বলতে পারবেন না ৷ অভিযোগ, তখন ওই যুবক বলে, ইদ্রিশকে বলে দিস ওকে মাঝরাস্তায় প্রকাশ্যে খুন করবো ৷ তখন আবদুর রব জানতে চান, তিনি কী করেন ৷ তার উত্তরে নাকি ওই যুবক বলে, আমি বিজেপি করি ৷ তোদের মুখ্যমন্ত্রীকেও বলে দিস ৷
এরপর ইদ্রিশ আলি একজনকে দিয়ে ওই নম্বরে ফোন করান ৷ তাঁর কথায়, ওই যুবক ফোন ধরলে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি ইদ্রিশ আলিকে ফোন করেছেন ৷ তখনও নাকি ওই যুবক একইভাবে হুঁশিয়ারি দেয় ৷ এরপর মৌখিকভাবে বিষয়টি উলুবেড়িয়া থানায় জানান বিধায়ক ৷ এরপর উলুবেড়িয়া থানার আইসি নিজের পরিচয় না দিয়ে ওই নম্বরে ফোন করলে না কি একই হুমকি দেওয়া হয় ৷ এদিকে রবিবার রাতে বিধায়কের বাড়ির পিছনে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে অভিযোগ আবদুর রবের ৷ সোমবার উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷
ইদ্রিশ আলি বলেন, এর আগেও তাঁকে তিনবার হুমকি দেওয়া হয়েছিল ৷ এটা একটা চক্রান্ত চলছে ৷ বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷ এই নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, একজন বিধায়ককে হুমকি দেওয়া হলে তা খুবই দুঃখজনক ৷ কিন্তু, এটা বিজেপি করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা হাস্যকর ৷
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment