ভগবানগোলায় তৃণমূল বিধায়কের বাড়ি ভাঙচুর দলীয় কর্মীদের

Spread the love

ভগবানগোলায় তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়ি ভাঙচুর। দলীয় কর্মীদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ। এলাকার বিভিন্ন তৃণমূল নেতাদের কাছে টাকা পয়সা নেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে।

সরকারি বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ওই তৃণমূল ব্লক সভাপতি আব্দুর রউফের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুললেন তৃণমূলেরই ভগবানগোলা ২নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেলিম শেখ এবং ওই ব্লকের খড়িবনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আলাউদ্দিন সহ এলাকার বেশ কিছু মানুষ।

তাঁদের অভিযোগ, ২০১৯ সাল থেকে যুব ক্রীড়া দফতর ও আশাকর্মী সহ নানা পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আব্দুর রউফ। ওই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে তাঁরা সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ জানিয়েছেন।

খড়িবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন বলেন , তাঁর পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দু শতাংশ করে টাকা নিতেন ওই তৃণমূল ব্লক সভাপতি। মোট আট লক্ষ টাকা নিয়েছেন ওই ব্লক সভাপতি। এরপর অন্যান্য সদস্যদের ভাঙ্গিয়ে অনাস্থা আনার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেন প্রধান।

অন্যদিকে ভগবানগোলা ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ বলেন, ২০১৯ সালে তাঁর স্ত্রীর চাকরি করে দেওয়ার নাম করে ওই তৃণমূল ব্লক সভাপতি তিন লক্ষ টাকা নিয়েছেন । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভগবানগোলা ২ তৃণমূল ব্লক সভাপতি আব্দুর রউফ। তিনি বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে। আব্দুর রউফ ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির ঘনিষ্ঠ বলে তাঁর বাড়ি ভাঙচুর করেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*