দান্তেওয়াড়ার পর এ বার সুকমা ৷ ছত্তীসগড়ে যে মাও অধ্যুষিত এলাকাতেই ভোট চলছে, এবং মাওবাদীরা যে বেশ সক্রিয়, তার আবার প্রমাণ মিলল সুকমায় ৷ সুকমার বান্দায় পাওয়া গেল ৩টি আইইডি ৷ কড়া নিরাপত্তা সত্ত্বেও মাওবাদী হামলা আতঙ্কেই রাখছে ছত্তীসগড়কে ৷
সোমবার ভোরে দান্তেওয়াড়ায় আইইডি পাওয়া যায়৷ ভোট শুরু হতেই পরের বিস্ফোরকটি উদ্ধার হয় সুকমায়৷ তল্লাশিতে একসঙ্গে ৩টি আইইডি উদ্ধার হয়েছে৷ অর্থাত্, ওইগুলি বিস্ফোরণ হলে ভয়াবহ ক্ষতি হতে পারতো ৷ সঙ্গে সঙ্গে এলাকা থেকে সরানো হয় ভোটারদের৷ পাশেই একটি বুথ তৈরি করে ভোটগ্রহণ শুরু করা হয় ৷ কড়া নজরদারিতে শুরু হয় ভোটগ্রহণ ৷
মূলত, সুকমা, দান্তেওয়াড়া-সহ বিস্তীর্ণ এলাকাই মাও অধ্যুষিত ৷ বিশেষ করে আদিবাসী এলাকায় সক্রিয় মাওবাদীরা ৷ ফলে আতঙ্কই সম্বল করে ভোট প্রক্রিয়া চালানো হচ্ছে ৷
Be the first to comment