
রোজদিন ডেস্ক, কলকাতা:- নয় শতাংশ হিন্দুরা ভোট দিলে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। রামনবমীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বারাসতে মিছিল করেন মিঠুন।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে ১২ নম্বর জাতীয় সড়কে অস্ত্র হাতে কার্যত দাপাদাপি করতে দেখা গেল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন বলেন, “সনাতনী হিন্দুরা সকলে একসঙ্গে রয়েছেন। নয় শতাংশ হিন্দু যদি পাশে থাকে রাম রাজ্য হবেই। সেদিন আর বেশি দূর নেই।”
মিঠুনের সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল হলেই সেটা সাম্প্রদায়িক হয়ে যায়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈষম্যমূলক আচরণ করছেন। রেড রোডে দাঁড়িয়ে তিনি বলছেন, এই সরকার সংখ্যালঘুদের সরকার। তার প্রেক্ষিতে সনাতনী হিন্দুরা জয় শ্রীরাম বলছেন। এটা আগমনীর সুর। রাম রাজ্য গড়ার সুর। ২০২৬ সালে রাম রাজ্য গড়বই আমরা।”
এদিন রাজ্য তথা গোটা দেশজুড়ে রামনবমী পালন হয়েছে। বাংলার সর্বত্র অস্ত্র হাতে মিছিল করেছেন বিজেপির নেতা-নেত্রীরা। কারও হাতে লাঠি, কারও হাতে শাণ দেওয়া তলোয়ার দেখা গিয়েছে।
ভাটপাড়ায় দেখা গেল সেই অস্ত্রের ঝনঝনানি! রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। অস্ত্রের পাশাপাশি তাঁর হাতে দেখা যায় বিশালাকার একটি গদা। যদিও এতে অন্যায় কিছু দেখছেন না ব্যারাকপুরের এই ‘বাহুবলি’ নেতা। অর্জুন সিংয়ের দাবি, “হিন্দু দেব-দেবতাদের হাতে অস্ত্র থাকে। তাই মিছিলে আমাদের হাতে অস্ত্র থাকাটাই স্বাভাবিক।” এই মিছিলে অর্জুনের অনুগামীদের অনেকের হাতে ইজরায়েলের পতাকাও দেখা গিয়েছে। তা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
রবিবার বিকেলে রামনবমী উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয় ভাটপাড়ায় ৷ সেটি জগদ্দলের আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে শেষ হয় ভাটপাড়ার মেঘনা মোড়ে। প্রায় দু’কিলোমিটার ধরে চলা এই শোভাযাত্রায় একেবারে সামনের সারিতে ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং।
এদিকে, রামনবমী উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রামনবমীর মিছিলে অশান্তি হবে। মুখ্যমন্ত্রীর গালে বড়সড় থাপ্পড় মেরেছেন সনাতনী হিন্দুরা। হিন্দুরা দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেন।” এদিন তিনি জানান, ‘হনুমান লঙ্কা দহন করেছিলেন। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের লঙ্কা দহন আমরাই করব।’
Be the first to comment