শনিবার বন্ধ করে দেওয়া হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার

Spread the love

বিক্ষোভের আশঙ্কায় শনিবার বন্ধ করে দেওয়া হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। জ্বালানির করবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে এখন জোরদার সরকার বিরোধী আন্দোলন চলছে। আইফেল টাওয়ারের কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে চান না। গত শনিবার ঐতিহাসিক আর্ক দে ট্রায়োম্ফে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা, দেওয়ালে নানারকম মন্তব্য লিখে দেয়। ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপে জানিয়েছেন, বিক্ষোভকারীদের ঠেকাতে ফ্রান্সজুড়ে ৮৯ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। প্যারিসে ৮ হাজার পুলিকর্মী ও ১২টি সাঁজোয়া গাড়িও থাকবে। বিক্ষোভের নামে ভাঙচুর বরদাস্ত করা হবে না। প্যারিসের প্রাণকেন্দ্র সজেঁ লিজেতে শনিবার সব দোকানবন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ। বন্ধ রাখা হবে কয়েকটি জাদুঘরও। বাতিল কার হয়েছে কয়েকটি ফুটবল ম্যাচও। গত শনিবার প্যারিসে মারাত্মক হিংসা হয়েছিল বিক্ষোভের সময়। সরকারের আশঙ্কা অতি বাম এবং অতি বাম দু পক্ষই শনিবার বড় জমায়েতের হুমকি দিয়েছে। বিক্ষোভ কমাতে জ্বালানি তেলের করবৃদ্ধি স্থগিত করেছে সরকার। তাতেও তেমন কাজ হয়নি। বৃহস্পতিবার তরুণরা পথে নামে শিক্ষা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। মার্সেইতে বহু স্কুলের সামনে অবরোধ হয়। সংঘর্ষের পর মোট ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*