QS MBA র‍্যাঙ্কিং-এ ভারতের তিনটে IIM ইন্সটিটিউট ৫০ এর মধ্যে

Spread the love

মঙ্গলবার QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং তাদের বার্ষিক র‍্যাঙ্কিং প্রকাশ করলো। প্রথম ৫০ এর মধ্যে ভারতের তিনটি ইন্সটিটিউটের ‘মাস্টার ইন ম্যানেজমেন্ট’ কোর্স রয়েছে। IIM ব্যাঙ্গালোর, IIM আহমেদাবাদ এবং IIM কলকাতা যথাক্রমে ২২তম, ২৩তম এবং ৪৬তম র‍্যাঙ্কিং-এ আছে। এই ক্যাটেগরিতে প্রথম বারের মত ইন্সটিটিউট গুলো র‍্যাঙ্কিং এ এলো। ‘মাস্টার ইন ম্যানেজমেন্ট’ ক্যাটেগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে HEC প্যারিস, লন্ডন বিসনেস স্কুল এবং স্পেন এর ESADE।
এছাড়াও QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং তাদের মাস্টার অব বিসনেস অ্যানালিটিক্স, মাস্টার অব ফাইনান্স এবং গ্লোবাল MBA এর র‍্যাঙ্কিং-ও প্রকাশ করেছে।
গ্লোবাল MBA কোর্সে শুধুমাত্র IIM আহমেদাবাদ ৪৯তম র‍্যাঙ্কিং এ আছে প্রথম ৫০এর মধ্যে। যেখানে IIM ব্যাঙ্গালোর এবং ইন্ডিয়ান স্কুল অব বিসনেস যথাক্রমে ৫৮তম এবং ৯৩তম পজিশনে রয়েছে প্রথম ১০০ র মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*