মনোজের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে IISC

Spread the love
নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে চলছিল এক্সপেরিমেন্ট ৷ আচমকাই প্রবল বিস্ফোরণ ৷ হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ল্যাবরেটরির ভিতরেই মৃত্যু হয় রিসার্চ স্কলার মনোজ কুমারের ৷ মনোজের মৃত্যুতে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে IISC ৷
গত বুধবার ঘটনাটি ঘটে ৷ হাইপারসনিক ল্যাবরেটরিতে আচমকাই বিস্ফোরণ ঘটে ৷ খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় সদাশিবসাগর থানার পুলিশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোজ কুমারের ৷ স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ স্ত্রী অনুষা ৷ অনুষার হাতেই ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেবে ইনস্টিটিউট ৷
গুরুতর আহত হন কার্তিক, নরেশ কুমার এবং অতুল্য ৷ হাসপাতালে চিকিৎসাধীন ওই তিন গবেষকই ৷ শুক্রবার বিকেলে আহতের দেখতে হাসপাতাল যান ইনস্টিটিউটের ডিরেক্টর অনুরাগ কুমার-সহ আরও বেশ কয়েকজন ৷
তবে, কি কারণে বিস্ফোরণটি ঘটেছে সেটি এখনও স্পষ্ট নয় ৷ জগদীশ এবং রেড্ডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ইন্সটিটিউটের সিকিউরিটি অফিসার এস. চন্দ্রশেখর ৷ তাঁরা দু’জনই ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহতরা সুস্থ হলেই তাদের বয়ান নেওয়া হবে ৷ সেই বয়ানের ভিত্তেতেই চূড়ান্ত তদন্ত করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*