করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার। মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ। সেখানে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৮ জন করোনা আক্রান্তের। এমতাবস্থায় পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল বম্বে আইআইটি। মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে জানিয়ে দেওয়া হল, এ বছর আর কোনও কলেজে গিয়ে মুখোমুখি ক্লাস হবে না। সব ক্লাসই হবে অনলাইনে।
বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে আইআইটি বম্বের ডিরেক্টর, অধ্যাপক শুভাশিস চৌধুরী জানান , “দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আইআইটি বম্বের ক্ষেত্রে সবসময়েই প্রথম অগ্রাধিকার পায় পড়ুয়ারা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই পড়ুয়াদের সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারের জন্যে পড়াশুনো শুধুমাত্র অনলাইনেই হবে।’’ বুধবার বম্বে আইআইটি কর্তৃপক্ষ ম্যারাথন বৈঠক করে। সকালে শুরু হওয়া বৈঠক চলে রাত পর্যন্ত। তাতে স্থির হয়, ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নয়। তাই এ বছরের বাকি সময়টা ক্লাস হবে অনলাইনে।
জুলাই মাসে আইআইটি বম্বেতে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিলেই সব দায়িত্ব শেষ হয় না। পড়ুয়াদের বাড়িতে পর্যাপ্ত পরিকাঠামো থাকাটাও জরুরি। পরিসংখ্যান অনুযায়ী , আইআইটিতে বহু মেধাবী ছাত্রছাত্রী সুযোগ পান যাঁরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসেন।
তাঁদের যদি সাহায্য না করা যায় , তাহলে তাঁদের বঞ্চিত করা হবে । এ প্রসঙ্গে ডিরেক্টর তাঁর পোস্টে লিখেছেন , “পিছিয়ে পড়া পড়ুয়াদের সাহায্যার্থে পাঁচ কোটি টাকার বাজেট করা হয়েছে । তা থেকেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করার উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করবে আইআইটি বম্বে কর্তৃপক্ষ।” তার জন্য দেশবাসীর কাছে অনুদানেরও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
https://m.facebook.com/story.php?story_fbid=1024121474716479&id=693935067735123
Be the first to comment