নিজের স্ত্রীকে খুনের ঘটনায় প্রযোজক সুহাইব ইলিয়াসিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি ইলিয়াসিকে ২ লক্ষ টাকা জরিমানাও করেছেন অ্যাডিশনাল সেশন জজ এস কে মালহোত্রা। একইসঙ্গে তাঁর স্ত্রীর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার, ইলিয়াসি আদালতে দাঁড়িয়ে বারবার বলেন, তিনি নিরাপরাধ। তার প্রতি অবিচার হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। এদিন সওয়াল-জবাবের সময় সরকারি পক্ষের আইনজীবী বলেন, কষ্ট দিয়ে স্ত্রীকে মারার জন্য তাঁর ফাঁসি হওয়া উচিত। যদিও এই রায়ের বিরোধিতা করে ইলিয়াসি বলেন, ইতিমধ্যেই ১৮ বছরের ট্রায়াল ও তিন মাস জেল হেফাজত হয়েছে তাঁর। গত সপ্তাহে তাঁকে দোষীসাব্যস্ত করা হয় এই টিভি প্রযোজককে।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর আগে একটি ক্রাইম শো হোস্ট করে লাইমলাইটে আসেন সুহাইব ইলিয়াসি। ২০০০ সালে শাশুড়ি ও শালি ইলিয়াসির বিরুদ্ধে তাঁর স্ত্রী’কে হত্যার অভিযোগ আনেন। পণের জন্য ইলিয়াসি স্ত্রীকে খুন করেছ বলে অভিযোগ ওঠে।
Be the first to comment