রাজ্যে এলেন আইএমএ-র কেন্দ্রীয় সদস্যরা, দেখা করবেন আরজিকরের নির্যাতিতার পরিবারের সঙ্গে

Spread the love

আরজি করের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে রাজ্যে এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র সদস্যরা।
বুধবার সকালে দিল্লি থেকে বাংলায় এলেন আইএমএ-র সভাপতি ও সম্পাদক। এদিন সকালে কলকাতায় পৌঁছেই বৈঠক করেছেন রাজ্যের আইএমএ পদাধিকারীদের সঙ্গে। সূত্রের খবর, এর পরেই কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার দিকে রওনা হওয়ার কথা তাঁদের। সেখানে গিয়েই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলবেন আইএম-এর জাতীয় সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়েছেন তাঁরা।
আরজি করের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য থেকে দেশ সর্বত্র। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা নেমেছে আন্দোলনে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছে রাজ্যে, এবার রাজ্যে এলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা।
জানা যাচ্ছে, বুধবার সকালে কলকাতায় পা রেখেই তাঁরা পৌঁছে যান আইএমএ-এর রাজ্য দফতর পার্কসার্কাসে। সেখানে রাজ্যের আইএমএ-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন সভাপতি আর ভি অশোকান এবং জাতীয় সম্পাদক।
সূত্রের খবর, সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের সদস্যরা বুধবার নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পর ফিরে আসবেন কলকাতায়। যাবেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করে কথা বলবেন তাঁরা। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাঁদের কথা বলার সময় দেন, তবে তাঁরা মমতার সঙ্গে দেখা করে আরজি করের ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*