বিশ্বব্যাপী মন্দার মুখোমুখি অর্থনীতি। আর এর জেরে ভারত সহ বিশ্বের একাধিক বৃহৎ অর্থনীতির দেশগুলিতে সংকট বাড়বে। এমনই সতর্কবার্তা দিলেন IMF-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার।
IMF-এর দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার জর্জিভা বলেন, চলতি আর্থিক বছরে অর্থনীতির বৃদ্ধির হার হবে এই দশকের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি যা, তাতে বিশ্বের ৯০ শতাংশ দেশই আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে বা হতে চলেছে ৷ কিন্তু দুই বছর আগেও পরিস্থিতি অনেকটাই ভালো ছিল ৷ GDP রিপোর্ট অনুসারে সেই সময় বিশ্বের প্রায় ৭৫ শতাংশ দেশের অর্থনীতিতে যথেষ্ট উন্নতি হয়েছিল ৷
জর্জিভা আরও বলেন, এটা ঘটনা যে, সাম্প্রতিকালে আমেরিকা এবং জার্মানিতে বেকারের সংখ্যা সবচেয়ে কম ৷ কিন্তু তা সত্ত্বেও বিশ্বে শক্তিশালী অর্থনীতির দেশগুলি যেমন, জাপান, অ্যামেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নে অর্থনীতির গতি এখন অনেকটাই স্লথ। তবে উদীয়মান অর্থনীতির দেশগুলি যেমন, ভারত ও ব্রাজিল আর্থিক মন্দার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে ৷
উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ভারতের অর্থনীতির উন্নতির হার নিয়ে IMF যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে তারা এখন কিছুটা পিছিয়ে এসেছে। IMF জানিয়েছে, পূর্বাভাসের তুলনায় ভারতের GDP-এর হার ০.৩ শতাংশ কম থাকবে। জর্জিভা শেষে বলেন, ২০২০ সালের পর থেকে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তবুও বর্তমান আর্থিক মন্দা বিশ্বব্যাপী যে ছাপ ফেলে যাবে, তা আগামী প্রজন্মের উপর স্থায়ী প্রভাব ফেলবে।
Be the first to comment