বিচারপতি অপসারণ নিয়ে সাবধানী তৃণমূল

Spread the love

 

বিশেষ প্রতিনিধি,

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে আপসারণের দাবি করেছে বিরোধী দলগুলি। তবে সেই তালিকায় নেই তৃণমূল। তালিকায় নেই ডিএমকে-ও।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত এই ইস্যুতে মুখ খোলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেননি কোনও তৃণমূল সাংসদও। সযত্নে গোটা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তাঁরা।

একই সুর ডিএমকে-র গলাতেও। প্রধান বিচারপতির অপসারণ প্রসঙ্গের আইনী দিকগুলি খতিয়ে দেখার পরেই তাঁরা সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। প্রধান বিচারপতিকে অপসারণের প্রস্তাবকারীদের মধ্যে কংগ্রেসের সঙ্গে রয়েছে মায়াবতীর বিএসপি, সমাজবাদী পার্টি, শরদ পাওয়ারের এনসিপি, সিপিআই, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ৷ তবে বিরোধী দলগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও লালু প্রসাদ যাদবের আরজেডি এই অপসারণ প্রস্তাবের বিপক্ষে।

ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বে রাজ্যসভায় এই প্রস্তাব তুলেছে সাতটি বিরোধী দল। শুক্রবার উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে ৬৪ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত এই আবেদন জমা দেওয়া হয়েছে ৷ বিরোধী দলগুলোর এই প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেঙ্কাইয়া নাইডু আইনি পরামর্শ নেবেন বলে মনে করা হচ্ছে ।

বিচারক বিএইচ লয়ার মৃত্যু তদন্তের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরের দিনই বিরোধী দলগুলো এই পদক্ষেপ নিয়েছে। তবে কংগ্রেসের দাবি, ওই রায়ের সঙ্গে তাদের এই প্রস্তাবের কোনো সম্পর্ক নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*