কাশ্মীর নিয়ে বিশ্বকে বার্তা দিতে এবার ‘মহামিছিল’ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার টুইটারে তিনি একথা ঘোষণা করেছেন। টুইটে ইমরান লিখেছেন, আগামী ১৩ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদের বিরাট মিছিল করবেন তিনি। আন্তর্জাতিক বিশ্বকে বার্তা দিতে এবং ভারতের কাশ্মীরের মানুষের পাশে দাঁড়াতে তিনি এই মিছিলের ডাক দিচ্ছেন বলে জানিয়ছেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে মঙ্গলবারই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলর বৈঠকে পাকিস্তানকে একহাত নিয়েছে দিল্লি। প্রতিবেশী দেশ বিকল্প কূটনীতি হিসেবে সীমান্ত পারে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করে দিল্লি। পাশাপাশি জম্মু ও কাশ্মীর নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্ত যে একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কারও হস্তক্ষেপ বরদাস্ত করাহবে না, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে কাশ্মীরবাসীর মানবাধিকার লঙ্ঘন করেছে নয়াদিল্লি, আন্তর্জাতিক মঞ্চে বার বার এটাই তুলে ধরার চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু সেটা করতে গিয়ে মঙ্গলবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জম্মুর পাশাপাশি কাশ্মীরকেও ‘ভারতের রাজ্য’ হিসেবে স্বীকার করে নেন! সাংবাদিকদের সামনে কথাটি মুখ ফসকে বলে ফেললেও পাকিস্তানের অস্বস্তি কিছুটা বাড়িয়েছেন কুরেশি। ভারত অবশ্য এই ভুলকে হাতিয়ার না করে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বলেছে, যারা আন্তর্জাতিক সন্ত্রাসের ভরকেন্দ্রে, তাদের মনগড়া অভিযোগের ব্যাপারে বিশ্ব ওয়াকিবহাল!
Be the first to comment