SCO-এর সম্মেলনে ইমরানকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত

Spread the love

সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সম্মেলনে (SCO) ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চলতি বছরের শেষের দিকে দিল্লিতে এই সম্মেলন হবে। বিধি অনুযায়ী, SCO-র আট সদস্য দেশ, চার পর্যবেক্ষক রাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ (ডায়ালক পার্টনার)-কে আমন্ত্রণ জানানো হবে।

আমন্ত্রণ পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলা, তারপর বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ইত্যাদি ইশুতে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। সম্প্রতি CAA ইশুতেও সরগরম দুই দেশের রাজনীতি। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে। তবে গতবারের সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীই যোগ দিয়েছিলেন। সেখানে উঠে এসেছিল সন্ত্রাসবাদ ইস্যু।

উল্লেখ্য, নিরাপত্তা ও অর্থনীতির উন্নতিতে চিনের নেতৃত্বে মোট আট সদস্যের সংগঠন SCO গড়ে ওঠে। ২০১৭ সালে সদস্য দেশ হিসেবে সেখানে ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়। ২০০১ সালে রাশিয়া, চিন, তাজ়িকিস্তান, উজবেকিস্তান, কাজ়াখস্তান ও কিরঘিজ রিপাবলিককে নিয়ে SCO গঠিত হয়। SCO-এর চার পর্যবেক্ষক দেশ হল আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া।

উল্লেখ্য, আজ ভারত সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অপব্যবহার করছে পাকিস্তান । ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে SCO সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণের বিষয়টি জানানো হয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*