পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়তি লাক্সারি গাড়িগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে। শনিবার এব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে পাক সরকার। ইতিমধ্য়েই বাড়তি বিলাসবহুল গাড়ির তালিকা তৈরি করা হয়েছে। আগামি ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে নিলামে তোলা হবে গাড়িগুলি। এই গাড়িগুলির মধ্যে রয়েছে আটটি বিএমডবলিউ, ২০১৪ মডেলের তিনটি গাড়ি, তিনটি ৫০০০ সিসি এসইউভি, দুটি ২০০০ সিসি ২০১৬ মডেলের এসইউভি।
২০১৬ মডেলের চারটি মার্সিডিজ বেঞ্জও রয়েছে এই তালিকায়। এর মধ্য়ে দুটি বুলেট প্রুফ। ১৬টি টয়োটা গাড়ি, তার মধ্যে একটি ২০০৪ সালের লেক্সাস, একটি ২০০৬ সালের সেক্সাস এসইউভি এবং দুটি ২০০৪ সালের ল্যান্ড ক্রুজার। আটটি গাড়ি ২০০৩ থেকে ২০১৩ মডেলের। ২০১৫ মডেলের চারটি বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজারও নিলামে তোলা হবে। একটি হোন্ডা সিভিক ১৮০০ সিসি এবং তিনটি সুজুকি, তারমধ্যে দুটি কালটাস ও একটি এপিভি। সবগুলোই ২০১৩ মডেলের। তালিকায় ১৯৯৪ মডেলের হিনো বাসও রয়েছে। ১৮ আগস্ট শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে তাঁর মিলিটারি সচিবের তিন বেডরুমের বাড়িতে চলে গিয়েছেন। সঙ্গে দুজন কর্মচারী। প্রধানমন্ত্রীর বাসভবনে কর্মচারী ছিল ৫২৪ জন, ছিল আশিটি গাড়ির বহর।