গুগলে উর্দু হরফে ভিখারি লিখে সার্চ করলে কাকে দেখাচ্ছে জানেন?

Spread the love

উর্দু হরফে ভিখারি লিখে সার্চ করুন গুগলে। উত্তর দেখলে ঘাবড়ে যাবেন। এ যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের ছবি!
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নানা ভাবে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত পাকিস্তানের ব্যায় সংকোচের কথা বলেছেন ইমরান। কিন্তু তাই বলে ভিখারি?

এই সার্চ রেজাল্টের কথা জানাজানি হতেই বেজায় চটেছে পাকিস্তান। তাঁদের অভিযোগ এটা আসলে একটা বিরাট ষড়যন্ত্র। এই নিয়ে গুগলের কাছে অভিযোগও জানিয়েছে তারা। বলা হয়েছে অবিলম্বে ছবিগুলো সরিয়ে ফেলতে।

এমনকি, গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাইকে এর বিষয়ে ব্যাখা দেওয়ার জন্য ডেকে পাঠানোর প্রস্তাবও পাশ করেছেন সেই দেশের পাঞ্জাব প্রদেশের বিধানসভা।গুগলের সার্চ রেজাল্টে এই ধরনের গোলমাল অবশ্য নতুন নয়। এর আগেও ভারতের সব থেকে বড় উগ্রপন্থী বলে সার্চ দেওয়ায় এসেছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এমনকি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, তা জিজ্ঞাসা করলেও এসেছে সেই নরেন্দ্র মোদীরই ছবি।
কিছুদিন আগেই ইংরাজিতে ‘ইডিয়ট’ বলে সার্চ দেওয়াতেও এসেছিলে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। সেই নিয়ে আমেরিকার কংগ্রেসকে ব্যাখাও দিতে হয়েছে সুন্দর পিচাইকে।

পিচাই অবশ্য আমেরিকান কংগ্রেসকে বলেছিলেন, যে কোনও সার্চের উত্তর দিতে গুগল নির্ভর করে কিছু অ্যালগরিদম বা কম্পিউটারের বোধগম্য গাণিতিক যুক্তির ওপর। আর সেই অনুযায়ী লক্ষ লক্ষ ওয়েবসাইট থেকে নেওয়া হয় তথ্য। কোন তথ্য দেখানো হবে সেটা নির্ভর করে ২০০ টা বিষয়ের ওপর। এর মধ্যে আছে ওয়েবসাইটের জনপ্রিয়তা, বিষয়ের প্রাসঙ্গিকতা বা অন্যরা এই শব্দটাকে কেমন ভাবে ব্যবহার করেছে – এরকম আরও অনেক বিষয়।

কিন্তু পাকিস্তানের সরকার সে কথা মানলে হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*