গুরুতর আর্থিক সংকটের মুখে পাকিস্তান। আর সেকারনেই রবিবার আবু ধাবিতে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিনই ইমরানকে কার্যত ‘ভিখারি’ বলে সমালোচনা করলেন তাঁর নিজের দেশেরই এক রাজনৈতিক নেতা। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এক জনসভায় বলেন, পাকিস্তানের অর্থনৈতিক সংকট দূর করার জন্য ইমরান দেশে দেশে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। তিনি এমন সব লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যাদের কোনও অভিজ্ঞতাই নেই।
এদিকে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু চিনও সাহায্য করবে বলে জানিয়েছে। যদিও ঠিক কী পরিমাণ অর্থ দিয়ে চিন সাহায্য করছে জানা যায়নি। তবে ইমরান চান, আইএমএফ তাঁদের ৮০০ কোটি ডলার ঋণ মাফ করুক।
Be the first to comment