ভারত পাক অধিকৃত কাশ্মীর আক্রমণ করলে পাকিস্তান তার যোগ্য জবাব দেবে ৷ পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভার বিশেষ অধিবেশনে একথা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ পাশাপাশি তিনি টুইট করে আরএসএস মতাদর্শকে ‘ভয়ঙ্কর’ অ্যাখ্যা দিয়ে নাৎসীদের সঙ্গে তুলনা করেছেন এবং সেই জন্যই ৩৭০ ধারা বাতিল হয়েছে ৷ পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার ইতিমধ্যেই জানিয়েছিলেন, এই অধিবেশনেই শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।
ইমরান খান দাবি করেন, পাক সেনা জানে ভারত পরিকল্পনা করেছে আজাদ কাশ্মীরে আক্রমণ করার ৷ তাঁর বক্তব্য, তারাও সিদ্ধান্ত নিয়েছে যদি ভারত কোন রকম চুক্তিভঙ্গ করে তাহলে তারা যুদ্ধ করে শেষ দেখে ছাড়বেন ৷ তখন সারা দেশই পাক সেনার পিছনে থাকবে ৷ মুসলিমরা আল্লা ছাড়া কারও কাছে মাথা নোয়ায় না ৷ ভারতের তেমন কোনও প্রবণতা থাকলে মোদী উচিত শিক্ষাই পাবেন বলে জানিয়েছেন ইমরান ৷
Be the first to comment