পেশোয়ার হত্যাকাণ্ডে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব সুপ্রিম কোর্টের

Spread the love

এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করল সংশ্লিষ্ট দেশের সুপ্রিম কোর্ট। পেশোয়ার আর্মি স্কুলে জঙ্গি হামলার ঘটনা যেখানে মৃত্যু হয়েছিল প্রায় ১৫০ জনের, এই মামলায় বুধবার তাঁকে তলব করেছে সুপ্রিম কোর্ট। আজ সাড়ে ১১টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল ইমরানকে।

এই মামলা চলাকালীন অ্যাটর্নি জেনারেল আদালতের থেকে কিছু সময় চায় । কিন্তু, সরকারি আইনজীবীর এই মন্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। আদালত জানায়, প্রধানমন্ত্রীকে আদালতে উপস্থিত হতেই হবে। আর্মি পাবলিক স্কুলে আতঙ্কবাদী হামলার ঘটনায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছিলেন, এদিন তাঁদের বাবা-মা শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন আদালতে।

উল্লেখ্য, ২০১৪ সালে ডিসেম্বর মাসে তেহরিক-ই-তালিবান কিছু জঙ্গি পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা করে। নির্মমভাবে গুলি চালানো হয় স্কুলের পড়ুয়া এবং কর্মরতদের উপর। ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু। পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারপতি গুলজার আহমেদ, কাজি মহম্মদ আমিন এবং বিচারপতি ইজাজুল আহসান এর বেঞ্চ এদিন ইমরান খানকে তলব করে। কিন্তু, তার দুই ঘণ্টা পরে তিনি আদালতে পৌঁছন। এরপরেই আবার এই মামলার শুনানি শুরু হয়েছে। এদিন বিচারপতি আহসান বলেন, ‘আর্মি পাবলিক স্কুলের ঘটনায় যে অভিভাবকরা সন্তানদের হারিয়েছেন তাঁদের সুন্তুষ্টি প্রয়োজন।’

এদিন শুনানি শুরুর পরেই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খানকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী কি আদালতে পৌঁছেছেন। এর জবাবে তিনি জানান, আদালত যে প্রধানমন্ত্রী তলব করেছে সেই নোটিশ এখনও তাঁকে দেওয়া হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবেন। এরপরেই উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ বিষয়টি কেন এত হালকাভাবে নেওয়া হল?’

এই ঘটনায় নিহত পড়ুয়াদের পরিবাররা দাবি করেছিলেন, যে সমস্ত সরকারি আধিকারিক বা সেনাবাহিনীর কর্তা যাঁদের নজরদারির অভাবে স্কুলে এই হামলার ঘটনা ঘটেছিল বলে তাঁরা মনে করছেন তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্যও সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছিলেন তাঁরা। এই ঘটনায় অ্যাটর্নি জেনারেলকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, আজ শুনানি শুরু হওয়ার পর তিনি আদালতকে জানান, শীর্ষ কর্তাদের বিরুদ্ধে FIR দায়ের করা সম্ভব নয়। এরই মধ্যেই ইমরান খানকে তলব অত্যন্ত অর্থবহ বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*