‘শুরু হল আরেক স্বাধীনতা যুদ্ধ’, বিদেশি ষড়যন্ত্রের তত্ত্বে অনড় ক্ষমতাচ্যুত ইমরান

Spread the love

গদিচ্যুত ইমরান আহমেদ খান নিয়াজি ৷ বাইশ গজের মতই রাজনীতির আঙিনাতেও শেষ বল পর্যন্ত লড়লেন তিনি ৷ তবে মধ্যরাতের আস্থাভোটে ক্ষমতাচ্যুত হলেন প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রটির ২২ তম প্রধানমন্ত্রী ৷ ফের নতুন ভোর দেখল পাকিস্তান ৷ যদিও ইমরান তখত-চ্যুত হওয়ার আগে শনিবার পরতে পরতে নাটকের সাক্ষী থেকেছে পাকিস্তান ৷ কিন্তু ক্ষমতা হারিয়েও যে তিনি দমে যাননি, রবিবার সন্ধেয় এক টুইট-বার্তায় জানিয়ে দিলেন বিশ্বজয়ী পাক অধিনায়ক ৷

ক্ষমতাহীন হওয়ার পর ইমরানের দেশ ছাড়া নিয়ে চলছিল ব্যাপক জল্পনা ৷ সেই জল্পনা উড়িয়ে টুইট বার্তায় বিদেশি চক্রান্তের তত্ত্বে অনড় রইলেন সদ্য প্রাক্তন হওয়া পাক প্রধানমন্ত্রী ৷ টুইটে ইমরান লেখেন, ১৯৪৭ পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল ৷ তবে দেশে শাসনতন্ত্রে পরিবর্তন চেয়ে বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আরও এক স্বাধীনতার লড়াই ফের আজ শুরু হল আজ থেকে ৷ যে লড়াইয়ের পুরোভাগে অবশ্যই দেশের জনসাধারণ, যারা প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে ৷

বিদায় আসন্ন জেনেও গদি বাঁচাতে বহু চাল চেলেছেন ইমরান ৷ কিন্তু পারেননি ৷ যার মধ্যে সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে আস্তিনের শেষ তাসটি খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ দাবি করেছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম ৷ গদি বাঁচাতে জেনারেল বাজওয়াকে সরিয়ে আরও নমনীয় এবং সহানুভূতিশীল কাউকে সেনা প্রধানের কুর্সিতে বসানোর চেষ্টায় ছিলেন ইমরান ৷ যিনি পাক আভ্যন্তরীণ রাজনীতিতে ‘বাইরের রাষ্ট্রের ইন্ধন’ বিষয়টি আরও ভাল বুঝবেন, জানিয়েছে পাক গণমাধ্যমগুলি ৷

শনিবার রাতে প্রধানমন্ত্রী বাসভবনে ইমরানের সঙ্গে দেখা করতে সেনা পরিবেষ্টিত হয়ে দুই অনাহুত অতিথিও এসেছিলেন বলে দাবি করেছে বিবিসি ঊর্দু ৷ যাঁদের মধ্যে একজন শীর্ষস্থানীয় অফিসারকে পদ থেকে সরিয়ে পুরো রাজনৈতিক সমীকরণটাই পালটে ফেলতে চেয়েচিলেন ইমরান খান ৷ সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট ধরে দু’জনের সঙ্গে কথা হয় ইমরানের ৷ তবে সেই আলোচনার নির্যাস বাইরে আসেনি ৷ প্রতিরক্ষামন্ত্রক ইমরানের দাবি মেনে সেনাপ্রধান পদে পরিবর্তন সমর্থন করেনি ৷ সেনাপ্রধান পদে রয়ে যান বাজওয়াই ৷ আর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে হেরে বিদায় নেন ইমরান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*