সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিলেন ইমরান খান

Spread the love

সরকার গড়ার তোড়জোড় শুরু করে দিলেন ইমরান খান। সাধারণ নির্বাচনে তাঁর পাকিস্তান তেহরিক ই ইনসাফ জাতীয় সংসদে গরিষ্ঠতার দাবি করেছে। এরই পাশাপাশি পাঞ্জাবেও প্রাদেশিক সরকার গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরিক। তাই বিভিন্ন দলের এবং জয়ী নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন ইমরানের দলের নেতারা। তাদের নেতা জাহাঙ্গির তারিন কথা বলেছেন এমকিউএম দলের সঙ্গে। তেহরিকের দাবি, জাতীয় সংসদে তারা ২৭০ আসনের মধ্যে ১৩৭টিতে জিতেছে। ফলে একার জোরেই সরকার গড়তে পারবে তারা। পাঞ্জাবে বেসরকারি হিসেবে তেহরিক ১৩০টি আসনে জেতার দাবি করেছে। নওয়াজ শরিফের দল পিএমএল পেয়েছে ১২৭। তেহরিক বলছে ২১ জন নির্দলের সমর্থন তাদের সঙ্গে। তাই সরকার তদেরই। বালোচিস্তানেও জোট সরকার হবে বলে দাবি ইমরানের দলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*