আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার আগেই দুর্নীতির অভিযোগে জেরার মুখোমুখি হচ্ছেন তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান। অভিযোগ, তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারি হেলিকপ্টার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছিলেন। তাতে সরকারের বিপুল ক্ষতি হয়েছে। এসম্পর্কে জেরার মুখোমুখি হওয়ার জন্য ইমরান মঙ্গলবার পেশোয়ারে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)-এর অফিসে গিয়েছেন।
গত জানুয়ারি মাসের শেষে শোনা যায়, ইমরান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারি হেলিকপ্টার এম এই ১৭ নিয়ে মোট ৭৪ ঘন্টা আকাশে উড়েছেন। তাতে সরকারের ক্ষতি হয়েছে ২১ লক্ষ টাকা।
সেকথা জানাজানি হওয়ার পরে ন্যাবের চেয়ারম্যান জাভেদ ইকবাল গত ফেব্রুয়ারিতে তদন্তের নির্দেশ দেন। গত ১৮ জুলাই ইমরানকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইমরান কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন। ওই তদন্তে ইতিমধ্যে কয়েকজন অফিসার জেরার মুখোমুখি হয়েছেন।
Be the first to comment