পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী ইমরান খান

Spread the love

আগামী ১৬ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩টি আসনের উপনির্বাচন। সেখানে তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইমরানের পার্টির বর্ষীয়ান নেতা শাহ মাহমুদ কুরেশি এই খবর জানিয়েছেন। কুরেশির কথায়, “আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান-ই সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই সাংসদদের পদত্যাগপত্র গ্রহণ করার পরে আসনগুলি শূন্য হয়। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইতিমধ্যেই চলতি মাসের শুরুতে সমস্ত শূন্য জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পার্টি প্রধানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। চৌধুরী গত ১৭ জানুয়ারি ট্যুইটারে একটি বিবৃতিতে বলেছিলেন, “তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন”।

কুরেশি বলেছেন যে ১৭ জুলাইয়ের উপনির্বাচনের সময়ও জনগণ পিটিআইকে সমর্থন করেছিল এবং দলটি আশা করে যে জনগণ আবারও ১৬ মার্চ তাদের ভোট দিয়ে ইমরান খানের প্রতি তাদের আস্থা প্রকাশ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*