করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ টুইট করে একথা জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক পরিষেবায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান। এই খবর প্রকাশ্য়ে আসার ২ দিন আগে কোভিড টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন ইমরান খান ৷
এই পরিস্থিতিতে সে দেশের সব নাগরিককে কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন ইমরান ৷ তিনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সবাইকে সচেতন হতে হবে ৷ এবং সমস্ত নিয়ম মেনে চলতে হবে ৷
গতকাল খাইবার পাখতুনখাওয়া এলাকায় গিয়েছিলেন ইমরান খান ৷ সেখানকার মালাখণ্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ৷ পাশাপাশি একটি নতুন ব্লকের উদ্বোধন করেন৷ এরপরেই বিকালের দিকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ৷ সোশাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে আসেন ইমরান ৷
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, “পাকিস্তানের সব নাগরিক তাঁদের অত্য়ন্ত প্রিয় নেতার জন্য় প্রার্থনা করছেন ৷ ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ৷”
Be the first to comment